Khoborerchokh logo

শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে যা বললেন; স্বরাষ্ট্রমন্ত্রী 117 0

Khoborerchokh logo

শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে যা বললেন ;স্বরাষ্ট্রমন্ত্রী

শাহিন বাবু:
সারাদেশে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অররোধ করেছে ছাত্র ছাত্রীরা । ডিজেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে সরকার বাসের ভাড়া বৃদ্ধি করেছে । শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিকে পুরনো বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন,বর্তমানে তেলের ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সঙ্গে এ দাবির নতুন কোনো সম্পৃক্ততা নেই।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই, এই দাবি তাদের পুরনো। যা  টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা মনিটরিং করছি। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করেছে। কোনো জটিলতা থাকার কথা নয়। এরপরেও কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত রোববার (৭ নভেম্বর) দূরপাল্লা ও মহানগরীতে বাস ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়িয়ে করা হয়েছে এক টাকা ৮০ পয়সা। যা আগে ছিল এক টাকা ৪২ পয়সা। ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। এদিকে মহানগরীতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়িয়ে করা হয়েছে দুই টাকা ১৫ পয়সা। যা আগে ছিল এক টাকা ৭০ পয়সা। ভাড়া বেড়েছে ২৬.৫ শতাংশ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com